ইন্ডিয়া ফ্যাক্ট কুইজের ফাইনালের টপ-ফোরে প্রদ্যুন্ম

ইন্ডিয়া ফ্যাক্ট কুইজ শুরু হয়েছে ২০২০-এর ফেব্রুয়ারিতে। এটি হল ভারত বিষয়ক ডেটা ও ফ্যাক্ট সম্বলিত একটি ডিজিটালি গেমিফায়েড কুইজ। এই চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্য হল দেশের তরুণদের মধ্য থেকে উজ্জ্বলতম ও তথ্যসমৃদ্ধ মানসিকতা সম্পন্নদের চিহ্নিত করা। অনলাইন কুইজ কনটেস্টের মাধ্যমে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে ৪৫,০০০-এরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাদের মধ্য থেকে চারজন করে সেমি-ফাইনালিস্টকে নির্বাচিত করা হয়েছিল নর্থ, সাউথ, ইস্ট ও ওয়েস্ট জোন থেকে। ইন্ডিয়া ফ্যাক্ট কুইজ চ্যাম্পিয়নশিপ ২০২০-এর ইস্ট জোন রিজিয়োনাল ফাইনালে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খন্ডের তিনজন সেমি-ফাইনালিস্টকে টপকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল আগরতলার প্রদ্যুন্ম চৌধুরি (আইআইটি কানপুর)। জুমের মাধ্যমে রিজিয়োনাল ফাইনাল ভার্চুয়ালি পরিচালিত হয়েছে ও প্রচারিত হয়েছে টাইমস নাও টিভিতে। ইস্ট জোনের প্রদ্যুন্ম চৌধুরি ছাড়া অন্যান্য ন্যাশনাল ফাইনালিস্টদের নাম আদিত্য মৌর্য্য (দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি), শ্রীয়া এজান্থকর (পিইএস ইউনিভার্সিটি, বেঙ্গালুরু) ও রাজপ্রিয়া ভারতী (সেন্ট অ্যালয়সিয়াস কলেজ, জবলপুর)। ৫ ও ৬ ডিসেম্বর টাইমস নাও টিভিতে ন্যাশনাল ফাইনাল প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *