ইম্ফলে নতুন গাড়ি পৌঁছাতে টিকেএম-এর উদ্যোগ

সড়ক পরিপহনের এক পাইলট প্রোজেক্ট শুরু করেছে টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম)। মণিপুরের গ্রাহকদের কাছে আরও দ্রুত ভেহিকেল ডেলিভারি দেওয়ার লক্ষ্যে টিকেএম এই উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন টয়োটা গাড়িগুলি সরাসরি সড়কপথে রাজধানী ইম্ফল পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হবে। 

এতকাল টিকেএম নতুন গাড়ি পাঠানর জন্য সিক্স-কার ক্যারিয়ার ট্রাক ব্যবহার করত। সড়কপথের নানা সমস্যার জন্য আসামের খাটকাটি পর্যন্ত যাওয়া সম্ভব হত। খাটকাটি থেকে টিকেএম-এর ডিলার পার্টনার পুণ্য টয়োটাকে তাদের নিজেদের কর্মীদের দিয়ে প্রত্যেকটি গাড়ি আলাদাভাবে চালিয়ে ইম্ফলের আউটলেট অবধি নিয়ে যেতে হত। এখন থেকে গ্রাহকদের সুবিধার্থে, টিকেএম নতুন গাড়ির সড়ক পরিবহনের জন্য যে পাইলট প্রোজেক্ট শুরু করেছে, তার দ্বারা ফোর-কার ক্যারিয়ার ট্রাকে করে নতুন গাড়ি ডিলারের কাছে পৌঁছে দেওয়াযাবে। সম্প্রতি ইম্ফল পর্যন্ত এই সড়ক পরিবহনের ট্রায়াল চালিয়েছে টিকেএম। এজন্য সময় লেগেছে তিন দিন। প্রসঙ্গত, গত দুই বছরে টয়োটা তিনটি নতুন থ্রি-এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) আউটলেট খুলেছে – একটি অরুণাচল প্রদেশের নাহারলাগুনে ও অন্যটি মণিপুরের ইম্ফলে। এরসঙ্গে আসামের জোরহাটে একটি প্রো-সার্ভিস সেন্টারও খোলা হয়েছে। ২০২০ সালে টিকেএম উত্তরপূর্বাঞ্চলে তিনটি নতুন সার্ভিস টাচপয়েন্ট খুলেছে, যার ফলে এই অঞ্চলে টিকেএম-এর মোট কাস্টমার টাচপয়েন্টের সংখ্যা ১৫-তে পৌঁছেছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *