এনএসই অ্যাকাডেমি ও ফিন্টসো এক চুক্তিতে আবদ্ধ হল। এর উদ্দেশ্য, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিদের শিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রদান। এই চুক্তির মাধ্যমে তাদের অফারিং বৃদ্ধিতে সাহায্য করা হবে, সেইসঙ্গে সার্টিফিকেশন কোর্সও থাকবে রেজিস্টার্ড অ্যাডভাইসর হওয়ার জন্য। এই টাই-আপে থাকবে ইন্টারমিডিয়ারিদের গ্রাহকদের জন্য কনটেন্ট কো-ক্রিয়েটিং ও ইনভেস্টর এডুকেশন ফোরাম গঠন। এটি এনএসই অ্যাকাডেমির এক উল্লেখযোগ্য উদ্যোগ, যা স্বল্প আর্থিক সচেতনতার সমস্যা দূর করবে, যখন সঞ্চয়ের মাত্রা ও প্রথম-বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই টাই-আপের অঙ্গ হিসেবে ফিন্টসো’র গ্রাহকগণ সাবসিডাইজড ও প্রেফার্ড অ্যাক্সেস পাবেন এনএসই নলেজ হাব প্লাটফর্মে। অন্যদিকে, ফিন্টসো সাহায্য করবে তাদের গ্রাহকদের জন্য ট্রেনিং প্রোগ্রাম কো-ক্রিয়েট করতে, যার ভিত্তি হবে প্লাটফর্মের হাইলি ইভল্ভড ডেটা-অ্যানালিটিক্সের মাধ্যমে চিহ্নিত চাহিদাবলীর উপর।