ওয়েবসাইট তৈরিতে সাহায্য করবে গোড্যাডি

সরকারের ‘ভোকাল ফর লোকাল’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গোড্যাডি ভারতে স্থানীয় ব্যবসায়ীদের স্বল্প ব্যয়ে ওয়েবসাইট নির্মাণে সহায়তা দেবে। এজন্য গোড্যাডি এক নতুন মার্কেটিং ক্যাম্পেন শুরু করেছে, যার উদ্দেশ্য, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অনলাইনে ব্যবসায়িক উপস্থিতি বাড়াতে তাদের নিজস্ব ওয়েবসাইট নির্মাণে সহায়তা প্রদান করা।   

গোড্যাডি’র নতুন ক্যাম্পেনে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা বিখ্যাত ক্রিকেটার এমএস ধোনিকে ‘বিজনেস ভাই’য়ের ভূমিকায় দেখা যাবে। স্থানীয় ব্যবসায়ীদের অনলাইনে ব্যবসা বৃদ্ধির ব্যাপারে ‘বিজনেস ভাই’ উৎসাহ জোগাবেন। কিভাবে নিজস্ব ওয়েবসাইট তৈরি করা যায় সেবিষয়ে পরামর্শও দেবেন। গোড্যাডি’র অনলাইন প্রোডাক্টসমূহের মধ্যে রয়েছে ডোমেন নেম, হোস্টিং, ওয়েবসাইট বিল্ডিং, ইমেল মার্কেটিং, সিকিউরিটি প্রোটেকশন ও একটি অনলাইন স্টোর। নতুন ক্যাম্পেনটি সাতটি ভারতীয় ভাষায় প্রচারিত হবে যাতে দেশের সর্বত্র ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের কাছে অনলাইনে ব্যবসার সুবিধার বার্তা পৌঁছে দেওয়া যায়। বর্তমানে এরকম একটি টিভিসি গোড্যাডি’র অফিসিয়াল সোস্যাল চ্যানেলে রিলিজ করা হয়েছে। আগামীদিনে তা টিভি ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *