করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনা পরিস্থিতির জেরে কিছুটা বিবর্ণভাবেই কেটেছে দুর্গা পুজো। এই পরিস্থিতিতে বাঙালির সাধের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করলে কোনওভাবেই যোগ দিতে পারতেন না বিদেশে ডেলিগেটরা। এই পরিস্থিতিতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের জানুয়ারি মাসে উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে।

ছবি উৎসব কমিটির সভাপতি রাজ চক্রবর্তীও দ্বিধায় ছিলেন উৎসব নিয়ে। সব দিক ভেবে অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার টুইটারে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ২০২১ সালের শুরুতেই, ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কিফ। ৫ নভেম্বর থেকে উৎসব শুরু হওয়ার কথা ছিল।

করোনার জেরে আগেই পিছিয়ে কিংবা স্থগিত হয়েছে একাধিক চলচ্চিত্র উত্সব। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। গত বছরই রজত জয়ন্তী বর্ষ পার করেছে এই উত্সব। করোনার জেরেও গোয়ায় অনুষ্ঠিত ইফিও আগেই পিছিয়ে গিয়েছে আগামী বছর জানুয়ারিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *