কৃষক আন্দোলনের জেরে শ্যুটিং স্থান পরিবর্তন করলেন শাহিদ কাপুর

কৃষক আন্দোলনের জেরে প্রায় দুসপ্তাহ ধরে দিল্লি বন্ধের চেহারা নিয়েছে। দিল্লির সমস্ত জায়গা প্রায় অঘোষিত হরতালের মতো। এই অবস্থায় দিল্লি থেকে শ্যুটিং টিমকে সরিয়ে চন্ডীগড়ে নিয়ে গেলেন অভিনেতা শাহিদ কাপুর। দিল্লিতে চলছিল তাঁর নতুন ছবি জার্সি-র শ্যুটিং। কিন্তু কৃষকেরা দেশের নয়া কৃষি বিলের প্রতিবাদে সরব হলেই, তাড়াতাড়ি চণ্ডীগড়ে থেকে শ্যুটিং দল নিয়ে পাততাড়ি গোটালেন শাহিদ! কারণ তাঁদের মনে হয়েছিল যে এ রকম উত্তপ্ত পরিবেশে শ্যুটিং করাটা সহজ হবে না!

এটা ঠিক যে এ ব্যাপারে নায়কের ব্যক্তিগত মতামত কী, তা এখনও পর্যন্ত জানা যায়নি। খুব সম্ভবত পেশাদার শিল্পী হিসেবে পরিচালক এবং প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে তাঁর কিছু বলারও নেই। তবে খবর যা তাতে জানা যাচ্ছে যে, চণ্ডীগড়ে তাঁরা কিন্তু কোনও সমস্যার সম্মুখীনও হননি। স্রেফ সমস্যা হতে পারে, সেটা অনুমান করেই শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *