অরুণাচল প্রদেশের সরকারি হাসপাতালের আইসিইউ ও স্বাস্থ্য পরিচর্যা পরিকাঠামোর উন্নয়নে এগিয়ে এসেছে পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন। লকডাউন ক্রমশ শিথিল হতে থাকায় দেশে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য স্বাস্থ্যসুরক্ষার দিকে নজর রেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এজন্য পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন এগিয়ে এসেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ এবং পাবলিক সার্ভিস ও ডেলিভারি প্রফেশনালদের সহায়তার জন্য। এই অভূতপূর্ব কঠিন সময়ে পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন হাত মিলিয়েছে অরুণাচল প্রদেশের এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে, আর দিচ্ছে ৫টি আইসিইউ ভেন্টিলেটর, ১০টি আইসিইউ ফাউলার বেড ও ৫০০০টি সার্জিক্যাল মাস্ক।
এপ্রসঙ্গে পার্নড রিকার্ড ইন্ডিয়া’র ভিপি (কর্পোরেট অ্যাফেয়ার্স) সুনীল দুজ্ঞল বলেন, এক দায়িত্বশীল কর্পোরেট সিটিজেন হিসেবে পার্নড রিকার্ড ইন্ডিয়া ভারতে কোভিড-১৯ দমনে সামনের সারির স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থার প্রতি সহায়তা প্রদানে অগ্রসর হয়েছে। অরুণাচল প্রদেশের সচিব (এক্সাইজ) অনিরুদ্ধ সিং বলেন, এই কঠিন সময়ে পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন যেভাবে এই রাজ্যের জন্য ৫টি আইসিইউ ভেন্টিলেটর, ১০টি ফাউলার বেড ও ৫০০০টি ২০জিএসএম মাস্ক প্রদানের জন্য এগিয়ে এসেছে তা অতীব প্রশংসনীয়।