গান স্যালুটে বিদায় বাঙালির প্রিয় ফেলুদাকে

কলকাতা: শেষ হলো এক যুগের৷ প্রয়াত বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ গান স্যালুটের মধ্যে দিয়ে কেওড়াতলা মহাশ্মশানে প্রিয় নায়ককে  বিদায় জানাল কলকাতাবাসী৷ রবিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷  

১৯৩৫ সালের জানুয়ারি জন্ম হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের৷ শুধু সিনেমা নয়, সাহিত্য, রাজনীতি, কবিতা সব ক্ষেত্রেই ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি৷ তাই সৌমিত্র মানেই যে শুধুই সিনেমার পর্দায় ডাকসাইটে অভিনেতা তা একেবারেই নয়৷ সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেকে মেলে ধরেছিলেন সংস্কৃতির নানা দিকে৷ সিনেমাটা বড্ড ভালোবাসতেন তিনি৷

কখনও রোমান্টিক নায়ক৷ কখনও লড়াই করা মধ্যবিত্ত যুবকের চরিত্রে বাঙালির ঘরে জায়গা করে নিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷ বাণিজ্যিক ছবি থেকে অন্য ধারার ছবিতেও সমান ভাবে ছাপ ফেলেছিলেন সৌমিত্র৷ তবে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয়ই তাঁকে গোটা বিশ্বে জনপ্রিয় করেছিল সবচেয়ে বেশি৷ সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে প্রথম অভিনয় করেন। ভারতীয় সিনেমার এক অধ্যায়ের শেষ৷

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *