গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাত বাড়ালেন অরিজিৎ সিংহ

মানুষদের সাহায্য করতে অনলাইন অনুষ্ঠান করবেন বলে জানালেন অরিজিৎ সিংহ। সেখান থেকে যা আয় হবে, তা সবটাই গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন খাতে দান করবেন গায়ক।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করলেন অরিজিৎ। সেখানে তিনি জানিয়েছেন, দেশের গ্রামীণ অঞ্চলের অধিকাংশ হাসপাতালেই চিকিৎসা বা রোগ নির্ণয়ের জন্য উন্নত যন্ত্রপাতি অমিল। এই অতিমারি কালে মানুষকে সেগুলির অভাবে যাতে না ভুগতে হয়, সেই জন্যই মূলত এই পরিকল্পনা করেছেন গায়ক। এই অনলাইন অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ দিয়ে গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কিনবেন তিনি। তাই তিনি সাধ্য মতো অর্থ দান করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অনুরাগীদের । আগামী রবিবার অর্থাৎ ৬ জুন রাত ৮টায় অরিজিতের ফেসবুক পাতায় দেখা যাবে সেই অনুষ্ঠান।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *