গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফেভিপিরাভিরের ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল আশাব্যঞ্জক

 ফেভিপিরাভিরের ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল আশাব্যঞ্জক বলে ঘোষণা করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের উপরে এই ট্রায়াল চালানো হয়েছিল ভারতের সাতটি স্থানে। এই ওপেন-লেবেল র‍্যান্ডমাইজড, মাল্টিসেন্টার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল ১৫০ জন রোগীর উপরে, যার মূল্যায়ণ থেকে জানা গিয়েছে যে মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে ফেভিপিরাভির কার্যকর ও নিরাপদ। ফেভিপিরাভির দ্বারা চিকিৎসিত ৬৯.৮ শতাংশ রোগী চতুর্থ দিনে ‘ক্লিনিক্যাল কিয়োর’ হয়েছেন। কোনও ‘সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস’ (এসএই) বা মৃত্যু না ঘটিয়ে ভালভাবে গৃহিত হয়েছে গ্লেনমার্কের ফেভিপিরাভির। 

ফেভিপিরাভির সংক্রান্ত এই সমীক্ষার অন্যতম প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. জারির উদওয়াড়িয়া বলেন, ইন্ডিয়ান ফেভিপিরাভিরের ফলফল আশাব্যঞ্জক। নিরপেক্ষ বিচারে তাঁর কাছে প্রাথমিক ফল উৎসাহজনক বলে মনে হয়েছে। ফেভিপিরাভির দ্বারা চিকিৎসিত রোগীরা দ্রুততরভাবে ক্লিনিক্যাল কিয়োর হয়েছেন এবং এটা গুরুত্বপূর্ণ যে তাদের ভাইরাল ক্লিয়ারেন্স তাড়াতাড়ি হয়েছে। তাঁর মতে, উপসর্গযুক্ত মাইল্ড থেকে মডারেট মাত্রায় সংক্রামিত কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে ফেভিপিরাভির ব্যবহারের উপযুক্ততার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। গ্লোবাল স্পেশাল্টি/ব্র্যান্ডেড পোর্টফোলিয়ো’র ভাইস-প্রেসিডেন্ট ও হেড (ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট) ড. মণিকা ট্যান্ডন বলেন, এই টপ-লাইন রেজাল্ট দেখে তাঁরা উৎসাহিত হয়েছেন। দ্রুত ফেভিপিরাভির দ্বারা চিকিৎসা শুরু করলে মাইল্ড থেকে মডারেট রোগীদের ক্ষেত্রে ভাল ফল পাওয়া যাবে এবং তা রোগীদের ‘অ্যাকিউট রেস্পিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম’ ও ‘মর্টালিটি’ থেকে রেহাই দেবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *