চলে গেলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান

শেষরক্ষা হল না। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। অভিনয় ছাড়ও তিনি ছিলেন পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অভিনয়ের জোরেই নিজের নামটিকে একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছিলেন এটিএম শামসুজ্জামান।

সিনেমার পর্দায় এটিএম শামসুজ্জামানের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ১৯৬৫ সালের দিকে। অভিনয়ে অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সহ মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শামসুজ্জামান। ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন। ২০১৭ সালে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *