ওয়ার্ড টয়লেট ডে-তে জল প্রতিজ্ঞা দিবস ভার্চুয়াল ইভেন্টে রেকিট বেঙ্কাইজার গ্রুপের সিইও লক্ষ্ণণ নরসিংহন ও গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এআর রহমান উদ্বোধন করলেন ‘পানি অ্যান্থেম’। উল্লেখ্য, আরবি-র হার্পিকের মিশন পানি কর্মসূচির মাধ্যমে ভারতে জলসঙ্কট ও স্বাস্থ্য সমস্যা সমাধানের কাজ চলছে।
দেশের জল ও স্বাস্থ্য সংক্রান্ত আচরণবিধি পরিবর্তনে সচেষ্ট হবে প্রসূণ যোশী লিখিত ‘অ্যান্থেম ফর সেভিং ওয়াটার’। ভারতের বিভিন্ন অঞ্চলে জল সঞ্চয়ের ব্যাপারে মিশন পানিতে যুক্ত হওয়ার জন্য সকলকে সচেতন করবে এআর রহমান ও শিশুদের একটি কয়্যারের দ্বারা লঞ্চ হওয়া অ্যান্থেমটি। ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, জলশক্তি বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ‘জল প্রতিজ্ঞা’ গ্রহণ করে এই উদ্যোগের প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। মিশন পানি কর্মসূচিতে যোগ দিয়ে জল সঞ্চয়ের জন্য ‘জল প্রতিজ্ঞা’ গ্রহণ করবে দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলের ছাত্রছাত্রীরা।