টয়োটা কির্লোস্কর মোটরের নতুন স্টকইয়ার্ড

গ্রাহকদের বিশ্বমানের প্রোডাক্ট ও সার্ভিস প্রদানের লক্ষ্যে টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) তার প্রথম রিজিয়োনাল স্টকইয়ার্ড স্থাপন করল গুয়াহাটিতে। এই স্টকইয়ার্ডের মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের ডিলারদের কাছে ডেলিভারি দেওয়ার সময় বর্তমানের ১৩ দিন থেকে কমিয়ে ২ দিনে আনা সম্ভব হবে, যার ফলে গ্রাহকরা উপকৃত হবেন। 

টিকেএম-এর বর্তমান প্রোডাক্ট লাইনে রয়েছে আর্বান ক্রুজার, গ্লাঞ্জা, ইনোভা ক্রিস্টা, ফরচুনার, টয়োটা ইয়ারিস, ক্যামরি ও ভেলফায়ার। নতুন রিজিয়োনাল স্টকইয়ার্ডের মাধ্যমে সবথেকে দূরের ডিলারদের কাছেও সর্বাধিক দুইদিনে ডেলিভারি দেওয়া যাবে। উল্লেখ্য, গত দুই বছরে টয়োটা দুইটি থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) আউটলেট চালু করেছে – একটি অরুণাচল প্রদেশে ও অন্যটি মণিপুরে। এছাড়া আসামে রয়েছে একটি ফার্স্ট-অফ-ইটস-কাইন্ড প্রো-সার্ভিস সেন্টার। সবমিলিয়ে উত্তরপূর্বাঞ্চলে ১৩টি কাস্টমার টাচপয়েন্ট রয়েছে টিকেএম-এর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *