সোমবার প্রকাশ্যে এ ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় রুক্মিণী মৈত্র এলেন নটী বিনোদিনী হয়ে। ছবির প্রথম লুক। টলি নায়িকা চৈতন্য অবতারে! ছবি পোস্ট করলেন দেব ও রুক্মিণী।
অ্যাসর্টেড মোশন পিকচার্স-এর সঙ্গে যৌথ প্রযোজনায় দেবের প্রযোজনায় রামকমল এই ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন ২০১৯ সালে। কিন্তু অতিমারির জেরে সব পরিকল্পনা বাতিল হয়ে যায়। এত বড় বাজেট, বড় সেটের পিরিয়ড ড্রামা! সব কিছুতেই তালা পড়ে যায়। কিন্তু আবার সেই কাজে হাত দিলেন রামকমল। তাঁর প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই।
বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই চেহারায় রুক্মিণীকে চেনা দায়! হতভম্ব নেটিজেনরাও! নায়িকা টিজার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘এই ছবিটা আমার কাছে আর পাঁচটি ছবি নয়। বরং ‘ভারতীয় মঞ্চের রানি’র প্রতি শ্রদ্ধাঞ্জলী।’ যিনি পথ দেখিয়েছেন বহু প্রজন্মের শিল্পীদের। পুরুষতান্ত্রিক সমাজে এক মহিলার যাত্রা। এক না-বলা গল্প। আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালবাসার প্রয়োজন।’