ডায়াবিটিক ফুট আলসারের জন্য ওয়ক্সহিল

ডায়াবিটিক ফুট আলসারের চিকিৎসার জন্য সেন্টর ফার্মাসিউটিক্যাল একটি ‘নিউ কেমিক্যাল এনটিটি’ (এনসিই) লঞ্চ্‌ করল – ওয়ক্সহিল। ডায়াবিটিক ফুট আলসারের চিকিৎসায় ওয়ক্সহিল খুবই কার্যকর। এদেশে ডায়াবিটিসের ফলে রোগীদের যেসব জটিলতা দেখা যায় সেগুলির মধ্যে সবথেকে বেশি হল ডায়াবিটিক ফুট আলসার। এর নিরাময় সম্ভব হয় না বলে রোগীর জীবন কষ্টকর হয়, কখনও কখনও রোগীদের সম্পূর্ণ বা আংশিক ফুট অ্যাম্পুটেশনেরও দরকার হয়। 

ভারতে ফুট অ্যাম্পুটেশনের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে তাঁরা প্রতিকারের জন্য একটি ওষুধের সন্ধান করছিলেন, এক্তহা জানিয়ে সেন্টর ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি, এস ডি সাওয়ান্ত বলেন, পনেরো বছর আগে তাঁরা জার্মানির সাইটোটুলস এজি’র সঙ্গে সহযোগিতায় আবদ্ধ হন। তাদের কাছে ডায়াবিটিক ফুট আলসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মূল উপাদানটি ছিল। বর্তমানে তাঁরা আনন্দিত, কারণ তাঁরা এদেশের ডায়াবিটিক ফুট আলসার রোগীদের সামনে আশার আলো দেখাতে পারছেন। উল্লেখ্য, গ্লোবালি পেটেন্টেড প্রোডাক্ট ওয়ক্সহিল টপিক্যাল সলিউশন ডায়াবিটিক ফুট আলসারের চিকিৎসায় যথেষ্ট কার্যকরী। দেশের সব জায়গায় সেন্টর ফার্মাসিউটিক্যালসের ওয়ক্সহিল চলতি মাসের শেষদিক থেকে পাওয়া যাবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *