তানিশক শুরু করল ‘পে ফ্রম হোম’ সার্ভিস’

দেশের বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড তানিশক ‘পে ফ্রম হোম’ সার্ভিস নামে একটি ফ্লেক্সিবল পেমেন্ট অপশন লঞ্চ্‌ করল। এই সার্ভিসের মাধ্যমে দেশে নির্বাচনপর্ব চলাকালীন গ্রাহকদের বাড়িতে বসে পেমেন্ট সম্পন্ন করার সুবিধা দেবে তানিশক, এমনকি বাড়িতেই তাদের প্রোডাক্ট ডেলিভারি দেবে। প্রথমে ‘পে ফ্রম হোম’ সার্ভিস চালু করা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, পুদুচেরী ও কেরালায়। তানিশকের ‘ফিউচার-ফার্স্ট কনজিউমার ইনিশিয়েটিভ’-এর একটি অংশ এই ‘পে ফ্রম হোম’ সার্ভিস। যেসব রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলছে সেইসব রাজ্যের গ্রাহকরা তাদের পেমেন্ট প্রদান সম্পূর্ণ করতে পারবেন ‘পে ফ্রম হোম’ সার্ভিসের দ্বারা। গ্রাহকরা স্টোরে গিয়ে বা তানিশকের ভিডিয়ো কলিং ব্যবস্থার মাধ্যমে জুয়েলারি পছন্দ করার পর তাদের বাড়ি থেকে অর্থ সংগ্রহ করার ব্যবস্থা করবে তানিশক। টাইটান কোম্পানি লিমিটেডের ভিপি (ক্যাটাগরি, মার্কেটিং অ্যান্ড রিটেল, তানিশক) অরুণ নারায়ণ জানান, তারা ‘পে ফ্রম হোম’ সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের দুইরকম সুবিধা দেবেন – গ্রাহকরা সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে কেনাকাটা সম্পন্ন করতে পারবেন এবং তারপর অর্থ সংগ্রহ ও জুয়েলারি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা তানিশক করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *