সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত মাদককাণ্ডে গ্রেফতার শৌভিক শনিবার নতুন করে জামিনের আর্জি জানাল বিশেষ এনডিপিএস আদালতে। এনসিবির দাবি ‘মাদকচক্রের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে’ শৌভিকের। গত ৪ সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হন শৌভিক চক্রবর্তী। গত ৭ অক্টোবর রিয়ার শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হলেও তাঁর ভাই শৌভিকের জামিন খারিজ হয়।
শৌভিক শুধু যে অনেক মাদক কারবারিকে জানতেন, তাই নয়, তাদের সঙ্গে ওঁর যোগাযোগ ছিল। আদতে তাঁদের সঙ্গে লেনদেন করছিলেন। দোষ প্রমাণ হলে কমপক্ষে ১০ বছর হাজতবাস করতে হবে কলেজ পড়ুয়া শৌভিককে। বম্বে হাইকোর্টে জামিন না-মঞ্জুর হওয়ার এক মাস পর নতুন করে বিশেষ এনডিপিএস আদালতে জামিনের আর্জি জানাল শৌভিক চক্রবর্তী।