২০টি গ্রেড লাইন-আপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে উপলব্ধ অল-নিউ নিসান ম্যাগনাইট বিশেষ প্রারম্ভিক মূল্যেই পাওয়া যাবে। পুণরায় ঘোষণা না করা পর্যন্ত এই মূল্য বজায় থাকবে। মেড ইন ইন্ডিয়া নিসান ম্যাগনাইট এসইউভি-র সেফটি ও সিকিউরিটি বিবেচনা করে এই গাড়ি ইতিমধ্যে আসিয়ান এনক্যাপ (ASEAN NCAP) থেকে ৪-স্টার রেটিং পেয়েছে। দ্রুত ডেলিভারি প্রদানের জন্য ম্যানুফ্যাকচারিং প্লান্টে ১০০০ জনেরও বেশি কর্মী নিয়োগের মাধ্যমে থার্ড শিফট চালু করে প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। । টেক-স্যাভি ভারতীয় গ্রাহকরা তাদের পছন্দ অনুসারে নিসানের অপশনাল টেক-প্যাক বেছে নিতে পারেন, যার মধ্যে থাকবে ওয়্যারলেস চার্জার, ইনবিল্ট এয়ার পিউরিফায়ার, অ্যাম্বিয়েন্ট মুড লাইটিং, পাডল ল্যাম্পস ও হাই-এন্ড স্পিকার্স। গত ২ ডিসেম্বর লঞ্চ্ হওয়ার পর থেকে একমাসে নিসান ম্যাগনাইটের ৩২,০০০ বুকিং হয়েছে এবং ১,৮০,০০০ বার খোঁজখবর নিয়েছেন এসইউভি, সেডান ও হ্যাচব্যাক সেক্টরের আগ্রহী গ্রাহকরা।