পিরিয়ড সচেতনতায় দ্য বডি শপ ও ক্রাই

দ্য বডি শপ এবার হাত মেলালো ক্রাই-এর (চাইল্ড রাইটস অ্যান্ড ইউ) সঙ্গে। এর মুখ্য উদ্দেশ্য, পিরিয়ড বিষয়ে সচেতনতা সৃষ্টি ও পিরিয়ড জনিত লজ্জা থেকে ভারতীয় বালিকা ও মহিলাদের মুক্ত করা। ক্রাই-এর সঙ্গে একযোগে দ্য বডি শপের আন্দোলনের লক্ষ্য হল পিরিয়ড বিষয়টিকে সকলের কাছে স্বাভাবিক ব্যাপার হিসেবে সচেতনতা গড়া এবং বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা মানুষজনের দৃষ্টিভঙ্গীতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসা। দ্য বডি শপের উদ্দেশ্য হল পিরিয়ড বিষয়ে কথাবার্তার স্বাভাবিকীকরণ এবং অতিমারিতে বেশিমাত্রায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘মেন্সট্রুয়াল হেলথ অ্যান্ড এডুকেশন’-এর জন্য তহবিল সংগ্রহ করা।

দ্য বডি শপ ও ক্রাই আগামী চার মাস ধরে পিরিয়ড বিষয়ক সচেতনতা গড়া, অতিমারিতে ক্ষতিগ্রস্তদের জন্য পিরিয়ড প্রোজেক্টের তহবিল সংগ্রহ, পিরিয়ড প্রোডাক্টস প্রদান ও শপথ গ্রহণ করার কাজে নিয়োজিত থাকবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে ৪৫০০ পরিবারের  ১০,০০০-এরও বেশি মানুষের কাছে মেন্সট্রুয়াল হেলথ বিষয়ক সচেতনতা, শিক্ষা ও বিনামূল্যে মেন্সট্রুয়াল প্রোডাক্টস পৌঁছে দিতে প্রয়াসী হয়েছে দ্য বডি শপ ও ক্রাই।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *