প্রতিভার দাম পাওয়ার আগেই চলে গেলেন সুশান্ত সিং : সুপ্রিম কোর্ট

 নেটিজেনরা আগেই দাবি করেছিল সুশান্ত সিংয়ের মামলা সুপ্রিমকোর্টে হোক। বলিউডের কঙ্গনা রানাওয়াতের মতো অনেক সেলিব্রিটিরাও সুশান্ত মৃত্যু মামলা সুপ্রিম কোর্টের অধীনে আসুক। অবশেষে বিহার সরকারের দাবি মেনে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা শীর্ষ আদালতে ওঠে। গোটা দেশ তাকিয়ে ছিল শীর্ষ আদালতের দিকে। ৩৫ পাতার রায় পড়ার সময় সুশান্তের মতো প্রতিভার অকালমৃত্যু নিয়ে আক্ষেপ ধরা পড়ল বিচারপতির গলাতেও।

বিচারপতি হৃষিকেশ রায়ের নেতৃত্বে গড়া বেঞ্চ আজ রায়দানের সময়ে বলে, সুশান্ত মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন। তিনি নিজের প্রতিভার সবটুকু মূল্যায়নের অনেক আগেই চলে গেলেন।

এদিন শীর্ষ আদালত সিবিআই-কে দায়িত্ব দেওয়ার পরেই স্পষ্ট হয়ে যায়, মহারাষ্ট্র সরকারের কাছে এই রায় চ্যালেঞ্জ করার কোনও জায়গাই খোলা থাকছে না। এই রায়ে বলা হয়, “সুশান্তের পরিবার, বন্ধু, অগণিত ভক্ত অপেক্ষা করে আছে, আসলে কী হয়েছিল তা জানার জন্যে। যাতে সমস্ত গুজব, রটনা থেকে বেরিয়ে এসে সত্যিটা জানা যায়। এই কারণে সময়ের দাবি মেনেই একটি স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত দরকার।‌‌”

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *