প্রধানমন্ত্রীর তহবিলে না দিলে কী সাহায্য হবে না: কারিনা

করোনা ভাইরাসের মোকাবিলা করতে বিশ্বের অনেক তারকারা এগিয়ে এসেছেন। বলিউডেও গত কয়েকদিনে অনেকেই দান করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে। তবে এই সময়ে হাত গুটিয়ে রেখে সমালোচনায় এসেছেন অনেকে। এরমধ্যে বিতর্কে জড়ালেন কারিনা কাপুর খান ও সাইফ আলী খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা কাপুর লেখেন, ‘গোটা বিশ্ব জুড়ে এই মহামারিকে প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন প্রত্যেকের সহযোগিতা। পাশাপাশি ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি’র মতো সংস্থায় অনুদান দিন। যাতে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করা যায় গোটা পৃথিবীকে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা কাপুর লেখেন, ‘গোটা বিশ্ব জুড়ে এই মহামারিকে প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন প্রত্যেকের সহযোগিতা। পাশাপাশি ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি’র মতো সংস্থায় অনুদান দিন। যাতে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করা যায় গোটা পৃথিবীকে।’

সাইফ এবং তিনি একযোগে ইউনিসেফ, গিভ ইন্ডিয়া ও আইএএইচভি-তে অনুদান দিয়ে গোটা বিশ্বকে করোনা মুক্ত করতে আহ্বান জানান। কারিনার ওই ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর শোরগোল।

কারিনা বলেন, ‘এটি বৈশ্বিক একটি সমস্যা। দেশের ও দেশের বাইরেকে আলাদা না ভেবে এক হয়ে সবাই এগিয়ে আসুন। আর প্রধানমন্ত্রীর তহবিলে না দিলে কী সাহায্য হবে না! বিষয়টি কী এমন! আমার যতটুকু সম্ভব আমি করছি। সেটি কিভাবে করতে হবে সেটি আমি জানি। তাই এই সময়ে সমালোচনা না করে সবাই এক হন।’

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *