ফের বড় পর্দায় জয়া শীল, একটা সবুজ জানলা আর একাকিত্বের গল্প নিয়ে

ফের বড় পর্দায় জয়া শীল ঘোষ। ৬৪ বছর বয়সি বৃদ্ধার ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘দ্য গ্রিন উইন্ডো’। এক খ্রিস্টান মহিলার একা হয়ে যাওয়া এই ছবির মূল কাহিনি। কিন্তু একা হয়ে যাওয়ার পরেও যে জীবন ফুরিয়ে যায় না, সেই বার্তা দিতে চাইছে ‘দ্য গ্রিন উইন্ডো’।

গল্পটি ‘দ্য গ্রিন উইন্ডো’ নামে বই থেকে লিখেছেন মুম্বইয়ের বাঙালি পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। সেই বই থেকেই তাঁর এই ছবি। ইন্দিরার কথায়, “একটি বৃদ্ধাশ্রমের একটি জানলা। যে আসলে অনেক ঘটনার সাক্ষী। কিন্তু জীবনের আশার কথা বলে সে। আর এক জন মায়ের গুরুত্ব যে কতটা, সে কথাও বলতে চেয়েছি এই ছবির মাধ্যমে।”

আর সেই সবুজ জানলার গল্প বলবেন জয়া শীল। প্রযোজনা করছেন প্রীতি আগরওয়াল এবং জয়া শীল নিজে। সঙ্গীতায়োজন করেছেন বিক্রম ঘোষ এবং ক্যামেরায় ছিলেন রিঙ্গো অর্ণব বন্দ্যোপাধ্যায়। ছবির সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *