ঋণ মকুবের খবর ভুয়ো, জানালো বন্ধন ব্যাঙ্ক

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কিছু ভুয়ো খবর ও ভিডিয়োতে বলা হচ্ছে বন্ধন ব্যাঙ্কের ঋণের কিস্তি মকুব করে দেওয়া হয়েছে। এই খবরগুলি অসত্য। এক বিবৃতি মারফৎ একথা জানিয়েছে বন্ধন ব্যাঙ্ক। ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া এবং সম্পূর্ণভাবে ঋণ মকুব করা আলাদা ব্যাপার। সরকারি নির্দেশের উল্লেখ করে বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে, ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কিস্তি আদায় পিছিয়ে গেলেও ঋণের উপর সুদের হার বহাল থাকবে এবং কিস্তি বন্ধ থাকার সময়েও মোট ঋণের উপরে সুদ জমা হতে থাকবে। এরফলে ঋণগ্রহীতার উপর পরবর্তীকালে অতিরিক্ত কিস্তির বোঝা চাপতে পারে ও আরও বেশিদিন ধরে তাকে ঋণ পরিশোধ করতে হতে পারে।

রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে, ইতিমধ্যেই বন্ধন ব্যাঙ্ক সমস্ত ক্ষুদ্র ঋণের কিস্তির উপর মার্চ থেকে মে মাস পর্যন্ত ‘মোরাটোরিয়াম’ ঘোষণা করেছিল। এরপরেও গ্রাহকদের অনুরোধের ভিত্তিতে ঋণের কিস্তিতে মোরাটোরিয়াম-এর সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। গ্রাহকদের ভুয়ো খবরের দ্বারা বিভ্রান্ত হওয়া থেকে সাবধান করে বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে, তারা এই ধরণের উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *