সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেপোটিজম বলিউডে ফুলে ফেঁপে উঠেছে বলিউড। এবার বলিউডের এই গ্যাংবাজির শিকার হওয়ার কথা বললেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। অস্কারজয়ী এই তারকাকেও নাকি বলিউডের ‘নোংরা রাজনীতি’র শিকার হতে হয়েছে। উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার সঙ্গীতের দায়িত্বভার সামলেছেন এ আর রহমান। যা মন ছুঁয়েছে দর্শকদের।
অস্কারজয়ী তারকা বলেন, ‘আমি ভালো ছবির অফার কোনদিন ফেরাই না,কিন্তু আমার মনে হয় একটা গ্যাং আছে যাঁরা কিছু ভুল বোঝাবুঝির জন্য আমার নামে গুজব রটায়, খুব কম বলিউড ছবিতে কাজ করেছি। আমি ডার্ক ফিল্ম করছি, কারণ আমার বিরুদ্ধে একটা গ্যাং কাজ করছে। হয়ত ওরা বুঝতেও পারেনা যে ওরা কতটা ক্ষতি করছে’।
রোজার সঙ্গে শুরু হয়েছিল রহমানের বলিউড সফর, এরপর বম্বে,দিল সে, স্বদেশ, রকস্টার, শিকারার মতো ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রহমান।