‘সনক: হোপ আন্ডার সিজ’ ছবিতে বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে প্রথমবার টলি নায়িকা রুক্মিণী মৈত্র। পরিচালক কণিষ্ক শর্মার এই ছবিতে প্রথমবার টলিপাড়া থেকে বলিউডে পা রাখছেন রুক্মিণী। চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং। বিপুল শাহর প্রযোজনায় পঞ্চম ছবিতে কাজ করছেন বিদ্যুৎ জামওয়াল। ছবির প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ এবং জি স্টুডিও।
বলিউডে পা রাখছেন রুক্মিণী
