বাগডোগরা ও কলকাতার মধ্যে বাড়তি উড়ান চালু করল এয়ারএশিয়া ইন্ডিয়া। সেইসঙ্গে এয়ারএশিয়া বেঙ্গালুরুকে কলকাতা ও কোচির সঙ্গে যুক্ত করা ছাড়াও কলকাতা ও কোচির মধ্যে ভায়া-ফ্লাইট কানেক্টিভিটি চালু করেছে। এছাড়া, এয়ারএশিয়া হায়দ্রাবাদ ও গোয়ার মধ্যে দৈনিক উড়ান চালু করেছে। এইসব রুটের জন্য বুকিং শুরু হয়ে গেছে। দেশে যাত্রী চলাচল বেড়ে যাওয়া ও ছুটির মরশুমে চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়তি উড়ানের ব্যবস্থা করেছে এয়ারএশিয়া। সম্প্রতি যাত্রীদের সুবিধার্থে এয়ারএশিয়া নিয়ে এসেছে এয়ারবাস এ৩২০নিও, যারফলে তার বিমানবহরের সংখ্যা বৃদ্ধি হয়ে ৩১ হয়েছে। নতুন দিল্লি, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ থেকে আসা যাত্রীদের জন্য এয়ারএশিয়া সাশ্রয়ী মূল্যে চালু করেছে ফ্লাইপোর্টার ডোরস্টেপ ব্যাগেজ পিক-আপ ও ডেলিভারি সার্ভিস। সেইসঙ্গে এয়ারএশিয়া চালু করেছে রেড কার্পেট সার্ভিস, যার মধ্যে রয়েছে ৪০০ টাকায় প্রায়োরিটি চেক-ইন, বোর্ডিং ও ব্যাগেজ সার্ভিস।