বিকেটি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তির মেয়াদ-বৃদ্ধি

ভারতীয় বহুজাতিক সংস্থা বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিকেটি) ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক চুক্তি অনুসারে তাদের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ ‘কেএফসি বিগ ব্যাশ লিগ’ (বিবিএল)-এর পার্টনারশিপ উন্নীত ও প্রসারিত করেছে। ২০১৮ সালে এই পার্টনারশিপ সাক্ষরিত হয়েছিল এবং তার মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত। এখন সেই মেয়াদ বেড়ে ২০২৩ সাল পর্যন্ত হল। বিকেটি লিগ সাপ্লায়ার থেকে এবার বিবিএল-এর লিগ পার্টনার হল। লিগ পার্টনার রূপে বিকেটি কিছু অতিরিক্ত ক্ষমতা ও অধিকার ভোগ করতে পারবে, যেমন এলইডি বোর্ডের অতিরিক্ত দৃশ্যমানতা, ভিশন স্ক্রিন, বাউন্ডারি রোপ ও আম্পায়ার্স ইউনিফর্ম। ভেন্যু ও ভেন্যুর বাইরেও বিকেটি কিছু অতিরিক্ত অধিকার পাবে। ইন্টারন্যাশনাল ম্যাচগুলি ও ফ্যান ইভেন্টস চলার সময়ে বিকেটি ব্র্যান্ড বিশেষভাবে প্রদর্শিত হবে। 

প্রথম দুই বছরের সাফল্যজনক ফলাফল দেখে বিকেটি তার পার্টনারশিপের মেয়াদ বৃদ্ধি করেছে। ২০১৮-১৯ ও ২০১৯-২০ সালের মধ্যে বিকেটি ব্র্যান্ডের এক্সপোজার ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *