অনলাইনে স্কুল চলছে, আর সেইকারণে বাড়ি থেকে পড়াশোনা করার জন্য উন্নতমানের ডিভাইস এখন কোনও বিলাসের সামগ্রী নয়। এই চিন্তা থেকেই ব্রিটানিয়া গুড ডে নিয়ে এসেছে ‘লার্ন ফ্রম হোম’ ক্যাম্পেন। এর মাধ্যমে স্কুল পড়ুয়ারা ২ মাস ধরে প্রতি ঘন্টায় বিনামূল্যে ল্যাপটপ জিতে নেওয়ার সুযোগ পাবে।
ব্রিটানিয়ার বৃহত্তম ব্র্যান্ড গুড ডে দেশজুড়ে টিভি ও প্রিন্ট মিডিয়ায় এই ক্যাম্পেন শুরু করেছে। এই টিভিসিতে স্কুলের বন্ধুত্ব ও একসঙ্গে লেখাপড়া করার আনন্দের বিষয়টি প্রাধান্য পেয়েছে। টিভিসিতে দেখা যাচ্ছে #লার্নফ্রমহোম ক্যাম্পেনের মাধ্যমে ল্যাপটপ জেতা একটি ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধুকে তার বাড়িতে গিয়ে স্কুলের মতোই একসঙ্গে বসে পড়াশোনা করার আমন্ত্রণ জানাচ্ছে।
ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের ভিপি মার্কেটিং বিনয় সুব্রমনিয়াম বলেন, দেশের অগণিত শিশু ল্যাপটপ বা ইন্টারনেট কানেকশনের অভাবে অনলাইনে পড়াশোনা করার সুবিধা থেকে বঞ্চিত থাকছে। তাদের মুখে হাসি ফোটাতে ২ মাস ধরে প্রতি ঘন্টায় বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করেছে ব্রিটানিয়া গুড ডে।