প্রখ্যাত বিস্কুট ব্র্যান্ড ব্রিটানিয়া মারি গোল্ড এক ভার্চুয়াল ফিনালে ইভেন্টে ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট-আপ ক্যাম্পেনে জয়ী শিখা দে-সহ ১০ জনের নাম ঘোষণা করল। জয়ীদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। এই অর্থ তারা তাদের ব্যবসা স্থাপনের কাজে ব্যবহার করবেন। এবছরের ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট-আপ উদ্যোগের মাধ্যমে ১০,০০০ জন গৃহিনীকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহায়তায় অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সুবিধাও দেওয়া হবে। দূর্গাপুরের শিখা দে পুরস্কার হিসেবে পাওয়া অর্থ বায়োফ্লক ফিশ ফার্ম গড়ার জন্য ‘সীড ক্যাপিটাল’ রূপে ব্যবহার করবেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া সেকেন্ড এডিশনের জন্য ১.৫ মিলিয়নেরও বেশি আবেদন এসেছিল ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে এবার ডিজিটাল ফিনালের আয়োজন করা হয়েছিল। ফাইনালিস্টরা অংশ নিয়েছিলেন বাড়িতে থেকেই এবং জুরিমন্ডলীতে ছিলেন দেশের খ্যাতনামা শিল্পোদ্যোগী, মিডিয়া পার্সন ও ব্রিটানিয়ার নির্বাচিত পদাধিকারীগণ।