ভোডাফোন আইডিয়া লিমিটেডের নতুন ব্র্যান্ড

‘ভবিষ্যতের জন্য একত্রিত’ হয়ে ভারতের দুই সুপরিচিত ব্র্যান্ড ভোডাফোন ও আইডিয়া জন্ম দিল এক নতুন ব্র্যান্ডের – ভিআই (Vi)। ভোডাফোন আইডিয়া লিমিটেডের পক্ষ থেকে এক ভার্চুয়াল লঞ্চের মাধ্যমে এই নতুন সংযুক্ত কনজিউমার ব্র্যান্ডের পরিচিতি ঘোষণা করা হয়েছে। এই দুইটি ব্র্যান্ডের সংযুক্তিকে বিশ্বের বৃহত্তম টেলিকম ইন্টিগ্রেশন হিসেবে বর্ণনা করা হয়েছে। বর্তমান পরিবর্তনশীল সময়ে গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভিআই-কে সর্বদা-আস্থাভাজন এক ব্র্যান্ড রূপে গড়া হয়েছে। আরও ভাল আজ ও আগামীকালের পথে এটি গ্রাহকদের এগিয়ে যাওয়ার সঙ্গী হবে। ভিআই ভবিষ্যতের জন্য প্রস্তুত ও জীবনের অগ্রগতিতে ডিজিটাল সোসাইটি গড়ায় সক্ষমতা প্রদান করবে বলে কোম্পানি আশা করে।  

দুই বছর আগে ভোডাফোন ও আইডিয়া সংযুক্ত হয়েছিল, একথা স্মরণ করিয়ে ভোডাফোন আইডিয়া লিমিটেডের এমডি ও সিইও রবিন্দর টক্কর বলেন, তখন থেকে প্রচেষ্টা চলছিল এই দুই বৃহৎ নেটওয়ার্ককে, কর্মীবাহিনীকে ও প্রক্রিয়াসমূহকে সংহত রূপ দেওয়ার জন্য। ভিআই’কে পেশ করতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি জানান, এই ব্র্যান্ড গ্রাহকদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনবে। এই ব্র্যান্ড ইন্টিগ্রেশন শুধু বিশ্বের বৃহত্তম টেলিকম সংযুক্তিকরণ তা-ই নয়, এটি কোম্পানির ১ বিলিয়ন ভারতীয় গ্রাহককে মজবুত ৪জি নেটওয়ার্কের বিশ্বমানের ডিজিটাল এক্সপিরিয়েন্স প্রদানের পথে ভবিষ্যত-যাত্রার সূচনা। গ্রাহকদের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে ভবিষ্যতের উপযোগী ডিজিটাল নেটওয়ার্কে রূপান্তরিত হওয়ার জন্য ৫জি আর্কিটেকচারের অনেককিছু প্রয়োগ করতে হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া’র এক চ্যাম্পিয়ন হওয়ার পথে সংশ্লিষ্ট সকলের সন্তুষ্টিসাধন নতুন ব্র্যান্ড লঞ্চ চিহ্নিত করছে বলে তিনি মনে করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *