‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা’ নিয়ে ফের বিতর্কে জড়ালেন ‘কুইন’

বিতর্ক আর কঙ্গনা এই দুটি শব্দ সমার্থক। মনিকর্নিকা সিরিজের দ্বিতীয় পার্ট ছবি ঘোষণা করার পরই ফের বিতর্কে ছবির কপিরাইট নিয়ে!  ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা’ ছবির ঘোষণা করেছেন কঙ্গনা রানাওয়াত। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রীর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ উঠল। কঙ্গনা জানিয়েছিলেন, এই ছবিতে কাশ্মীরের রানি সম্পর্কে নানা অজানা তথ্য দেখতে পাবে দর্শক। ২৪ ঘণ্টার মধ্যে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছেন লেখক আশিস কওল।

আশিক কওলের দাবি, রানি দিদ্দাকে নিয়ে কাজ করার কপিরাইট তাঁর কাছেই আছে কেবল। তাঁরই লেখা গল্প ‘দিদ্দা- কাশ্মীর কি যোদ্ধা রানি’। তিনি বলেছেন তাঁর সম্মতি ছাড়া এই কাজ করা হয়েছে।

সংবাদমাধ্যমের কাছে আশিস কওল জানিয়েছেন, রানি দিদ্দাকে নিয়ে সৃষ্টিশীল কাজ করার কপিরাইট শুধু তাঁর কাছেই রয়েছে। সেপ্টেম্বরে এই বইয়ের হিন্দি সংস্করণ প্রকাশের জন্য তিনি কঙ্গনাকে বইয়ের কথামুখ লেখার অনুরোধ করেছিলেন। গল্পটিও পাঠিয়েছিলেন। কিন্তু কঙ্গনা বা তাঁর ম্যানেজার কারও পক্ষ থেকেই কোনও সাড়া পাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *