প্রতিদিন গড়ে মুম্বইতে এক হাজার জন অতিমারী করোনার কবলে পড়ছেন। এর মাঝেই সামনে এসেছে শাহরুখ-গৌরীর স্বপ্নপুরী মন্নতের বেশকিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে প্লাস্টিকে আচ্ছাদনে মুড়ে ফেলা হয়েছে মন্নতকে। করোনার জন্যই নাকি এহেন উদ্যোগ নিয়েছেন বাদশা। করোনা মোকাবিলার জন্য বিএমসির আগেই নিজের পাঁচ তলার একটি অফিসবাড়ি তুলে দিয়েছেন শাহরুখ। যেখানে খোলা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।
মুম্বইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গন্য করা হয় মন্নতকে। নারিমান ডুবাসের কাছ থেকে ১৯৯৫ সালে এই বাংলোটি কেনেন শাহরুখ। সেই সময় মন্নতের নাম ছিল ভিলা ভিয়েনা। এই বাংলোর বাজার দর ২০০ কোটি টাকা। ২৪৪৮ স্কোয়ার মিটার জায়গা জুরে অবস্থিত মন্নত।