মার্চে নিসানের মোট বিক্রয় ৪০১২টি গাড়ি

২০২১-এর মার্চে নিসান ইন্ডিয়ার অল-মডেল হোলসেল হয়েছে মোট ৪০১২টি ভেহিকেল। নতুন লঞ্চ্‌ হওয়া নিসান ম্যাগনাইট ও বর্তমান প্রোডাক্ট অফারিংসের ফলেই এই সাফল্য। 

অধিকাংশ ভেরিয়েন্টের নতুন নিসান ম্যাগনাইট বিশেষ ইন্ট্রোডাক্টরি প্রাইসে বুকিং চলছে সকল নিসান ইন্ডিয়া ডিলারশিপ ও ওয়েবসাইটে। এটি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইন-আপ ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। নিসান নেক্সট স্ট্রাটেজি অনুসরনে ও ভারতের বাজারে বৃদ্ধির দিকে নজর রেখে ‘কারিসম্যাটিক’ অল-নিউ নিসান ম্যাগনাইট লঞ্চ্‌ হয়েছিল ২০২০-র ২ ডিসেম্বর। এছাড়া, নিসান ইন্ডিয়ার পক্ষ থেকে চালু করা হয়েছে ‘নিসান এক্সপ্রেস সার্ভিস’, ‘নিসান সার্ভিস ক্লিনিক’। এখন অনলাইনেই গ্রাহকরা সার্ভিস বুক করতে ও ব্যয়ের পরিমাণ জেনে নিতে পারেন ‘নিসান সার্ভিস হাব’ (ওয়েবসাইট) বা ‘নিসান কানেক্টের’ মাধ্যমে। সঙ্গে রয়েছে নিসানের ‘কনভেনিয়েন্স অফ ডোরস্টেপ সার্ভিস’। ‘পিক-আপ অ্যান্ড ড্রপ-অফ’ সার্ভিসের মাধ্যমে সংক্রমনের ঝুঁকি ছাড়াই ডিলারশিপ থেকে নিসানের গাড়ি দেওয়া-নেওয়া করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *