মুক্তি পেল ‘সিরিয়াস মেন’

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সুধীর মিশ্র পরিচালিত নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘সিরিয়াস মেন’। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত নওয়াজই সর্বেসর্বা। গণেশ গায়তোণ্ডের পর থেকে এখনও পর্যন্ত আইয়ানই সেরা। ফিল্মের কাহিনি কৃতিত্ব লেখক মনু জোসেফের। তার উপন্যাসের উপর ভিত্তি করেই গোটা গল্প সাজানো।

শিশুশিল্পী অক্ষনাথ দাস, নওয়াজের স্ত্রীর চরিত্রে ইন্দিরা তিওয়ারি, শ্বেতা বসু প্রসাদ থেকে দক্ষিণী তারকা নাসের পর্যন্ত সকলেই নওয়াজের পার্শ্ব অভিনেতা হিসেবেই ছবিতে রয়েছেন। ‘বাস্তব’-এর পর বহুদিন বাদে বলার মতো চরিত্রে অভিনয় করতে দেখা গেল মারাঠি অভিনেতা সঞ্জয় নারভেকরকে।

‘সিরিয়াস’ তারকা নয়, ‘সিরিয়াস’ অভিনেতাই এখন কাহিনির ভিত। আর সেই ভিত পরিচালককে গড়ে দিয়েছেন নওয়াজ। সব স্বপ্নের জন্যই মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে। সেই মূল্য দিয়েছে আইয়ান মণিও। জীবনের এই ব্যথাই পাথেয় হয়ে ওঠে। ‘প্রিমিটিভ মাইন্ড’ থেকে হয়ে ওঠে ‘সিরিয়াস মেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *