রপ্তানি বৃদ্ধির দিকে নজর দিচ্ছে এশিয়ান গ্রানিটো

চলতি অর্থবর্ষে রপ্তানি বাণিজ্য বৃদ্ধির দিকে বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করেছে ভারতের অন্যতম অগ্রণী টাইলস ব্র্যান্ডের নির্মাতা এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড। বর্তমানের ১০০টি দেশ থেকে বাড়িয়ে ১২০টিরও বেশি দেশে বাণিজ্যিক নেটওয়ার্ক প্রসারিত করে চলেছে এশিয়ান গ্রানিটো।

ভারতের সংগঠিত ক্ষেত্রের বৃহত্তম এক্সপোর্টার হল এশিয়ান গ্রানিটো। ২০২০-এর সেপ্টেম্বরে সমাপ্ত অর্ধবর্ষে এই কোম্পানির রপ্তানির পরিমাণ ছিল ৮৩.২ কোটি টাকা। আন্তর্জাতিক ব্যবসা ও রপ্তানি বৃদ্ধির জন্য এশিয়ান গ্রানিটো মর্বিতে ১৫,০০০ স্কোয়ার-ফিটের ‘এজিএল এক্সপোর্ট হাউস’ চালু করেছে। এই এক্সপোর্ট হাউসে সম্পূর্ণ রেঞ্জের টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার-সহ ৩০০০-এরও বেশি প্রোডাক্ট প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের সমৃদ্ধ প্রোডাক্ট রেঞ্জে রয়েছে সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সিলেন, গ্লেজড ভিট্রিফায়েড, আউটডোর, ন্যাচারাল মার্বল, কম্পোজিট মার্বল ও কোয়ার্টজ। টাচপয়েন্টের সংখ্যা বৃদ্ধি করা ও এক্সক্লুসিভ শোরুমের নেটওয়ার্ক বাড়িয়ে ৫০০-তে নিয়ে যাওয়াই এখন এই কোম্পানির লক্ষ্য।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *