ছোট থেকেই নাচতে ভালবাসেন অপরাজিতা আঢ্য। চার বছর বয়স থেকে নাচের তালিম নিচ্ছেন অপরাজিতা।শুধু যদি নাচ করতেন, তাহলে তিনি যত ভাল অভিনেত্রী, তার চেয়েও ভাল নৃত্যশিল্পী হতে পারতেন, বলে অপরাজিতার বিশ্বাস।১৩ বছর বয়স থেকে নাচ শেখাতে শুরু করেন অপরাজিতা। সেই বয়সেই নিজের নাচের দল ছিল। তিনটে নাচের স্কুল ছিল। প্রায় ২০০ জন ছাত্রী ছিল তাঁর।বিয়ের পর অভিনয়ের পাশাপাশি নাচ চালিয়ে নিয়ে যেতে পারেননি অপরাজিতা। তাই করোনায় মেলা ছুটিতে পুরনো ভালবাসা, নাচের চর্চা করতে শুরু করেন তিনি।
লকডাউনে ফের শুরু করলেন নৃত্যচর্চা !
