শিলিগুড়িতে ফ্রাটেলি ভাইনইয়ার্ডসের ‘টিল্ট’

ফ্রাটেলি ভাইনইয়ার্ডসের ‘টিল্ট’ (ওয়াইন ইন আ ক্যান) এবার শিলিগুড়িতে আসতে চলেছে। ভেগান ও গ্লুটেন-ফ্রি টিল্ট পাওয়া যাবে আলো-হাওয়া রোধক ২৫০-মিলি ইকো-সেন্সিটিভ ক্যানে। টিল্ট যেমন ফ্রেশ, তেমনই অ্যারোম্যাটিক। ভারতের সবথেকে বড় ব্যক্তিমালিকানাধীন ওয়াইন এস্টেট ফ্রাটেলি ভাইনইয়ার্ডসের টিল্টের গুণগত মান খুবই ভাল। ফ্রাটেলি এতে বিভিন্ন ফলের অ্যারোমা যেমন ধরে রাখতে পেরেছে তেমনই ভাল ওয়াইনের তিনটি পিলারের সঠিক ব্যালান্স নিশ্চিত করেছে – সুইটনেস, অ্যাসিডিটি ও ট্যানিন। শহরের অগ্রণী আউটলেটগুলিতে শীঘ্রই এসে যাবে টিল্ট। চারটি ভেরিয়েন্টে পাওয়া যাবে টিল্ট – টিল্ট রেড, টিল্ট হোয়াইট, টিল্ট বাবলি ও টিল্ট বাবলি রোজ। টিল্টের ক্যান-প্রতি দাম ১৬০ টাকা থেকে ২৩০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *