শিলিগুড়িতে ই-লার্নিং প্লাটফর্ম ‘ই-বিদ্যা’

জলপাইগুড়ি ও শিলিগুড়ির ৫৭টি স্কুলের ২২০ জন শিক্ষককে সুবিধা প্রদান এবং ১৫০০০ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করার উদ্দেশ্য নিয়ে টাটা পাওয়ার-এর ‘পাওয়ারলিংকস’ তাদের ডিজিটাল স্কুল ল্যাব উদ্যোগের আওতাধীন ই-লার্নিং প্লাটফর্ম ‘ই-বিদ্যা’ লঞ্চ্‌ করল শিলিগুড়িতে। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব ই-বিদ্যা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ই-বিদ্যা প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের দশম শ্রেনি পর্যন্ত শিক্ষাক্রমের সঙ্গে সংযুক্ত। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা অ্যানিমেশন, রিডলস, পাজলস, স্টোরি ও ডিজিটাল টেকনোলজির মাধ্যমে সানন্দে শিক্ষাগ্রহণ করতে পারবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহজ আদানপ্রদানের সুবিধা সৃষ্টি করাই এর মুখ্য উদ্দেশ্য।

ই-বিদ্যার মাধ্যমে তারা এডুকেশন সেক্টরে একটি অ্যাডভান্সড ও পাথ-ব্রেকিং সলিউশন চালু করতে চান, আর সেইসঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের এক উদ্ভাবনী ‘টিচিং অ্যান্ড লার্নিং’ এক্সপিরিয়েন্স দিতে আগ্রহী বলে জানালেন পাওয়ারলিংকস-এর সিইও অ্যান্ড এমডি, শ্রীমতি কিরণ গুপ্তা। শ্রীমতি দীক্ষা সিং (হেড এইচআর পিটিএল অ্যান্ড টিপিটিসিএল অ্যান্ড সিএসআর, পাওয়ারলিংকস) জানান, এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে টাটা পাওয়ার সোলার-এর অধীনে। শিলিগুড়ির প্রত্যন্ত গ্রামাঞ্চলের ২৭টি সরকারি স্কুলে (২০২১ অর্থবর্ষে) ও ৩০টি স্কুলে (২০২০ অর্থবর্ষে) এই প্রকল্পটি রূপায়িত হচ্ছে সাউথ রোটারি এনজিও-র মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *