এর আগেও করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাহায্যের হাত বাড়িয়েছেন বহুবার। গতবছর লকডাউনে পরিযায়ী শ্রমিক, বাইরের দেশে আটকে থাকা পড়ুয়াদের ঘরে ফিরিয়েছিলেন। আরও একবার করোনা আবহে দূত হয়ে সাহায্যের হাত বাড়ালেন মানুষের দিকে। এক অভিনব উদ্যোগ নিলেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দেব। এবার তাঁর নিজের রেস্তরাঁ থেকে বিনামূল্যে করোনা আক্রান্তদের খাবার পাঠাবেন। করোনা রোগীরা খাবার অর্ডার করলেই বিনামূল্যে তাঁদের বাড়িতে পৌঁছে যাবে খাবার। নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা।
আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে, চাহিদা বাড়লে এই সংখ্যা আরও বাড়ানো হবে। শরৎ ব্যানার্জি রোডে অবস্থিত ‘টলি টেলস’ রেস্তোরাঁর সামনে থেকেই পাওয়া যাবে এই খাবারের প্যাকেট। দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। করোনা আক্রান্তের পরিবারের যে কেউ এসে এই খাবার নিয়ে যেতে পারেন অথবা অর্ডার করতে পারেন। নজির গড়লেন টলিউড সুপারস্টার।