সিবিআই-এর জেরার মুখে ভেঙে পড়লেন সিদ্ধার্থ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভার সিবিআই আর হাতে যাওয়ার পরই জোরদার জেরা পর্ব শুরু করেছেন তদন্তকারীরা। টানা জেরা করেছে সিদ্ধার্থ-সহ দুই পরিচারককে। এবার চাপের মুখে পড়ে নতি স্বীকার সিদ্ধার্থ পিঠানির। একমাত্র সিদ্ধার্থই ১৪ জুন উপস্থিত ছিলেন সুশান্তের ফ্ল্যাটে। টানা ছ’দিন সিবিআই-এর জেরার মুখে ভেঙে পড়লেন সিদ্ধার্থ। বললেন, সুশান্তের ৮টি হার্ড ড্রাইভ ভেঙে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, ৮ জুন সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান রিয়া। রিয়ার সঙ্গে ঝামেলার পর এবং রিয়া বেরিয়ে যাওয়ার আগে সুশান্তের ৮ টি হার্ড ডিস্ক ভেঙে দেন। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, রিয়া তাঁদের কাছে যে সব ডিভাইস জমা দিয়েছিলেন (ফোন, ল্যাপটপ) সেখানে বেশ কিছু ফাইল এরর আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *