সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বই পুলিশের তরফে শমন পাঠানো হয়েছিল বলিউড বলিউড শেখর কাপুরকেও। জানা যাচ্ছে ই-মেল মারফত নিজের বয়ান মুম্বই পুলিশকে পাঠিয়ে দিয়েছেন শেখর কাপুর।
মৃত্যুর ২৬ দিন পরেও সোশ্যাল মিডিয়ায় লাগাতার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। অন্যদিকে সুশান্তের আত্মহত্যার তদন্তে নেমে পেশাদার ক্ষেত্রে রেষারেষির দিকটি জোর দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই জেরা হয়েছে বলিউডের নামী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের আধিকারিকদের যাদের সঙ্গে মাঝপথেই চুক্তি ভেঙেছিলেন সুশান্ত।
সূত্রের খবর, আপতত মুম্বইয়ে উপস্থিত না থাকায় থানায় হাজির হতে পারছেন না শেখর কাপুর। তবে নিজের বয়ান ই-মেলে তদন্তকারী অফিসারদের পাঠিয়ে দিয়েছিলেন পানি পরিচালক। সুশান্তকে নিয়ে নিজের স্বপ্নের প্রোজেক্ট পানি পরিকল্পনা করেছিলেন শেখর।ঘোষণার প্রায় তিন বছর পর আচমকাই পানি থেকে সরে দাঁড়ায় প্রযোজনা সংস্থা যশ রাজ। ফলে শ্যুটিং ফ্লোরেই যায়নি এই ছবি।