সুশান্তের অনুগামী এবং বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা মনে করছে অবশেষে সত্যের জয় হল। সুশান্তের মৃত্যুর তদন্ত ভার গেলো সিবিআই এর হাতে। খারিজ করা হল রিয়ার আবেদন। এছাড়াও সুপ্রিম কোর্ট জানায় বিহার পুলিশের এফআইআর সম্পূর্ণ বৈধ। সমস্ত তথ্য দিয়ে মুম্বাই পুলিশ সাহায্য করবে সিবিআইকে।
সম্প্রতি সিবিআই এর টিম যাবে মুম্বাই। কিন্তু বিএমসি কর্তৃপক্ষের শর্ত আছে যে যারাই যে কোনো প্রান্ত থেকে মুম্বাইয়ে আসবেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সিবিআইদেরও থাকতে হবে কোয়ারেন্টাইনে। তবে বিএমসি কর্তৃপক্ষ জানিয়েছে যদি ৭ দিনের জন্য সিবিআই মুম্বাইয়ে আসে সেক্ষেত্রে কোনো শর্ত মানার দরকার নেই কিন্তু যদি তার বেশি সময় হলে তাদের শর্তাবলী মানতেই হবে। অবশ্য বিএমসি এটাও জানিয়েছে যে সিবিআই যদি
কোয়ারেন্টাইন না মানতে চান তাহলে বিএমসি কে একটি মেইল করতে হবে বিশেষ পাশ পাওয়ার জন্য।