সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট পরীক্ষা করবে AIIMS ডাক্তার

নয়া দিল্লিসুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য ভেদ করতে জোরকদমে তদন্তে নেমে পড়েছে সিবিআই। ওই কেন্দ্রীয় তদন্তকারী দলের অনুরোধেই অভিনেতার দেহের ময়নাতদন্তের রিপোর্ট বিশেষভাবে পরীক্ষা করে দেখবেন দিল্লির এইমস হাসপাতালের ৪ সদস্যের বিশেষজ্ঞ দল।

এই টিমের হেডে আছেন ডক্টর সুধীর গুপ্ত। তিনি আর কিছুদিনের মধ্যেই মুম্বাই আসবেন মুম্বাই ডাক্তারদের সাথে কথা বলতে। সুধীর গুপ্ত বলেন ”সুশান্তের ময়না তদন্তের রিপোর্টে কোনো টাইম স্ট্যাম্প নেই কেনো? পুলিশের হাতে যখন এই রিপোর্ট দেওয়া হয়েছে তখন পুলিশ দ্বিতীয় বার কেনো কিছু জিজ্ঞাসা করেন নি? এই মৃত্যু আসলে আত্মহত্যা নাকি হত্যা প্রথমে সেটাই খতিয়ে দেখবো আমরা।”

সুধীর গুপ্তকে সুশান্তের ফাইল দেওয়া হয়েছে ২৩ আগস্ট। এই রিপোর্ট গুলি পরীক্ষা করতে ২-৩ দিন সময় লাগবে। তারপরই তিনি বিস্তারিত ভাবে রিপোর্ট সম্পর্কে বলতে পারবেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *