সুষমা গ্রুপের সুষমা এলিমেন্টা

হিমাচল প্রদেশে সুষমা এলিমেন্টা নামে একটি আবাসন প্রকল্প চালু করার কথা ঘোষণা করল পাঞ্জাব ভিত্তিক অগ্রণী রিয়াল এস্টেট ডেভেলপার সুষমা গ্রুপ। এই প্রকল্পটি হলিডে হোমের পক্ষে আদর্শ স্থান হবে। সোলান জেলার হিলস্টেশন কসৌলিতে ৬ একর জমির উপরে এই প্রকল্প রূপায়ণের জন্য ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই আবাসন প্রকল্পে ৮টি টাওয়ারে ১, ২ ও ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টের ৩৮২টি ইউনিট থাকবে।

সমুদ্রতল থেকে ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এখানকার সব অ্যাপার্টমেন্ট হবে ‘ভ্যালি ফেসিং’ এবং প্রত্যেকটি রুম থেকেই উপত্যকার মনোরম দৃশ্যাবলী উপভোগ করা যাবে। এই প্রকল্পে সবরকম আধুনিক সুযোগ-সুবিধা ও বিনোদনের ব্যবস্থা থাকবে। এই আবাসন প্রকল্প থেকে চন্ডীগড় এয়ারপোর্ট ও হাইওয়ের যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।

হিমাচল প্রদেশে তাদের প্রথম প্রকল্পটির রূপায়ণের সূচনা করতে পেরে তারা খুবই আনন্দিত, একথা জানিয়ে সুষমা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতীক মিত্তালবলেন, লেজার হোমস সেগমেন্টে এলিমেন্টা হতে চলেছে এইধরণের প্রথম প্রকল্প এবং ‘হলিডে হোমস কনসেপ্ট’ ভিত্তিক তাদের প্রথম আবাসন প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *