সোনির এক্সট্রা-বাস হেডফোন

ট্রুলি অয়্যারলেস হেডফোন নিয়ে এল সোনি ইন্ডিয়া – ডব্লিউএফ-এক্সবি৭০০ ও ডব্লিউএফ-এসপি৮০০এন। হেডফোনগুলিতে রাখা হয়েছে সোনির এক্সট্রা-বাস টেকনোলজি, ফলে ব্যবহারকারীদের কাছে এগুলি খুবই আকর্ষণীয় হবে। ডব্লিউএফ-এক্সবি৭০০ হেডফোনের ব্যাটারি ব্যাক-আপ ৯ ঘন্টার। এর হ্যান্ডি চার্জিং কেস আরও ৯ ঘন্টা চার্জ জোগাতে সক্ষম, অর্থাৎ মোট ১৮ ঘন্টার জন্য চালু থাকে। ব্যবহারকারীরা আলেক্সা (ডব্লিউএফ-এসপি৮০০এন) ও গুগল অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করে বেশকিছু সুবিধা পেতে পারেন। হেডফোনগুলির ইয়ার-বাডস আরামদায়কভাবে ডিজাইন করা। ট্রুলি অয়্যারলেস ডিজাইনের নতুন হেডফোনগুলি ব্লুটুথ ৫.০ টেকনোলজির মাধ্যমে সংযুক্ত করা যায়, তাই তারযুক্ত সংযোগের প্রয়োজন হয় না। ডব্লিউএফ-এক্সবি৭০০ ও ডব্লিউএফ-এসপি৮০০এন হেডফোনগুলি পাওয়া যাবে সোনি রিটেল স্টোর (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেকট্রনিক স্টোরসমূহ ও ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে। হেডফোন দুটির দাম যথাক্রমে ৯,৯০০ টাকা ও ১৮,৯৯০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *