স্ক্রিপ্ট রাইটারের মৃতদেহ উদ্ধার

জীবনযুদ্ধের হতাশায় ভেঙে আত্মহত্যা করল টিভি সিরিয়ালের স্ক্রীপ্ট রাইটার অভিষেক । অভিষেক জনপ্রিয় হিন্দি টেলিভিশন ধারাবাহিক ‘’তারক মেহতা কা উল্টা চশমা’’-র অন্যতম লেখক অভিষেক মাকওয়ানা। ঘটনাটি ঘটে গত সপ্তাহের ২৭ নভেম্বর। আত্মহত্যার কারণ হিসেবে জালিয়াতির কথা উল্লেখ করা হয়েছে। অভিষেক দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক জন্য স্ক্রিপ্ট  লিখছিলেন।

পুলিশের বক্তব্য, অভিষেককে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর লেখা একটি সুইসাইড নোটও সামনে উঠে এসেছে। তাতে আর্থিক ঝামেলা এবং ব্যাক্তিগত জীবনের সমস্যার কথা লেখা আছে। সেটির উপর ভিত্তি করেই ঘটনাটির তদন্ত করা হবে।

জেনিস আরও বলেন, “থ্রেট কলগুলো পাওয়ার পর তিনি অভিষেকের মেইল চেক করেন। তার মধ্যে একটি নম্বর ছিল বাংলাদেশ থেকে, একটি মায়ানমার এবং অন্য গুলি ভারতের বিভিন্ন রাজ্য থেকে। তাঁর মতে অভিষেক ‘ইজি লোন’ নামক অ্যাপ থেকে একটি কম টাকার লোন নিয়েছিলেন । কম টাকার লোন হলেও এর সুদের হার অনেক বেশি ছিল। সেখান থেকেই বার বার তাঁদের কাছে কল আসতে থাকে এবং হুমকি দেওয়া হয়”।

এই ঘটনাটি চরকপ থানায় দায়ের করা হয়েছে। পুলিশের মতে অভিষেকের লেখা চিঠি এবং ওই মেইল গুলি থেকে ঘটনাটির তদন্ত করচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *