হিমালয়ার ‘একনঈমুস্কান’

দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি ওয়ার্ল্ড স্মাইল ডে উপলক্ষে তার ফ্ল্যাগশিপ সামাজিক উদ্যোগ ‘মুস্কান’ শুরু করল মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে। ‘মুস্কান’-এর উদ্দেশ্য হল ফাটা ঠোঁট ও তালুর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। স্মাইল ট্রেনের সহযোগিতায় হিমালয়া এই উদ্যোগের মাধ্যমে ছোটোদের জন্য বিনামূল্যে ফাটা ঠোঁট ও তালুর চিকিৎসায় সাহায্য করবে।  

হিমালয়া লিপ কেয়ার ‘একনঈমুস্কান’ ক্যাম্পেনের মাধ্যমে তৃণমূল স্তরে ফাটা ঠোঁট ও তালুর চিকিৎসা বিষয়ক সচেতনতা প্রসারে গুরুত্ব দিচ্ছে। ক্যাম্পেনটি শুরু হয়েছে আট বছর বয়সী মুনমুনের এক হৃদয়স্পর্শী ও প্রেরণাদায়ক ভিডিয়োর মাধ্যমে। এই ফিল্মটিতে নিরাপদ ক্লেফট সার্জারির পর মুনমুনের জীবনের পরিবর্তনের কাহিনী তুলে আনা হয়েছে। এবছরের ক্যাম্পেনে অর্জুন পুরস্কার জয়ী ও কমনওয়েলথ গোল্ড মেডালিস্ট গীতা ফোগট উপস্থিত থেকে ‘মুস্কান’ উদ্যোগের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে ‘মুস্কান’ উদ্যোগের অঙ্গ হিসেবে একটি মাল্টিমিডিয়া অ্যাওয়ারনেস ক্যাম্পেন শুরু হয়েছে। স্মাইল ট্রেন ইন্ডিয়ার টোল-ফ্রি ক্লেফট হেল্পলাইনে (১৮০০-১০৩-৮৩০১) যোগাযোগ করে ক্লেফট ও তার বিনামূল্যের চিকিৎসা বিষয়ে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *