আয় ও বৃদ্ধির লক্ষ্যে নিসানের পরিকল্পনা

২০২৩ আর্থিক বছরের শেষ নাগাদ স্থায়ী বৃদ্ধি, আর্থিক স্থায়ীত্ব ও আয় বৃদ্ধির লক্ষ্যে নিসান মোটর কোম্পানি লিমিটেড ৪-বছর মেয়াদি এক পরিকল্পনা প্রকাশ করল। এই পরিকল্পনা বাস্তবায়ণের দ্বারা ২০২৩ আর্থিক বছরের শেষ নাগাদ নিসান তার অপারেটিং প্রফিট মার্জিন ৫ শতাংশ করতে ও স্থায়ীভাবে গ্লোবাল মার্কেট শেয়ারের ৬ শতাংশ অর্জন করতে চায়। ৪-বছরের পরিকল্পনা অনুসারে নিসান কার্যকর সিদ্ধান্ত নেবে যাতে কোম্পানির ব্যবসায় রূপান্তর ঘটানো যায় অলাভজনক কাজকর্ম ও বাড়তি সুবিধাবলীর সরলীকরণের মাধ্যমে, এবং সেইসঙ্গে পরিকাঠামোগত পরিবর্তন ঘটিয়ে। শৃঙ্খলাবদ্ধ পরিচালনার দ্বারা কোম্পানি ব্যবসার এলাকা নির্দিষ্ট করে বিনিয়োগ করবে যাতে তা লাভজনক হয় ও বৃদ্ধি ঘটায়। এছাড়া, কোম্পানি তার উৎপাদন ক্ষমতা, গ্লোবাল প্রোডাক্ট রেঞ্জ ও ব্যয়ের দিকে নজর রাখবে।

নিসানের ট্রান্সফর্মেশন প্ল্যানের লক্ষ্য মাত্রাতিরিক্ত বিক্রয় বৃদ্ধির পরিবর্তে স্থায়ী বৃদ্ধি নিশ্চিত করা, একথা জানিয়ে নিসানের চিফ এক্সিকিউটিভ অফিসার মাকোতো উচিদা বলেন, এখন থেকে তাঁরা তাঁদের ব্যবসার মূল ক্ষমতা ও ব্যবসার মানোন্নয়ণের দিকে দৃষ্টি দেবেন। একইসঙ্গে তাঁরা আর্থিক শৃঙ্খলা বজায় রাখবেন ও আয় বৃদ্ধির জন্য প্রতি ইউনিটের নেট রেভিনিউয়ের প্রতি লক্ষ্য রাখবেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *