টানা আড়াই মাস শুটিং বন্ধ থাকার পর ১০ এ জুন থেকে শুরু হতে চলেছে বাংলা সিরিয়াল এবং ছবির শুটিং, মঙ্গলবার এমনটাই প্রকাশ করা হলো ছবি কর্তৃপক্ষ এবং মন্ত্রী অরূপ বিশ্বাস এর সঙ্গে বৈঠকের পর।
শুটিং ফ্লোরে ১০ বছরের নিচের ক্ষুদে অভিনেতারা শুটিং করতে পারবে না এবং ৬৫ বছরের উপরের অভিনেতারা নিজেদের সৎসা জ্ঞাপন এর মাধ্যমে কাজ করতে পারবেন, যদি সবকিছু ভালো যায় ১৫ ই জুন থেকে আবার শুরু হতে চলেছে আপনার পছন্দের সিরিয়াল।
১০ ই জুন থেকে শুরু হচ্ছে সিরিয়াল ও ছবির শুটিং
