২৪.৯ কোটি টাকা নেট প্রফিট এশিয়ান গ্রানিটোর

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের (এজিআইএল) নেট প্রফিট হয়েছে ২৪.৯ কোটি টাকা। ২০২১ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে লব্ধ এই লাভ আগের বছরের একই সময়কালের ১১ কোটি টাকার থেকে ১২৬ শতাংশ বেশি।

২০২০-এর ডিসেম্বরে সমাপ্ত ত্রৈমাসিকে কনসলিডেটেড নেট সেলস ছিল ৩৮৪.৬ কোটি টাকা, যা আগের বছরের সমসময়ের নেট সেলস ২৯৭.৯ কোটি টাকার থেকে ২৯ শতাংশ বেশি। ২০২০-এর ডিসেম্বরে সমাপ্ত ত্রৈমাসিকে এশিয়ান গ্রানিটোর কনসলিডেটেড ইবিআইটিডিএ ছিল ৪৯.৫ কোটি টাকা।

কোম্পানির আর্থিক ফলাফল বিষয়ে এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমলেশ প্যাটেল বলেন, বর্তমান আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে বিভিন্ন মার্কেটে কোম্পানির প্রোডাক্টের চাহিদা বেড়ে যাওয়ায় তাদের এই সাফল্য ঘটেছে। কোম্পানির ২৯ শতাংশ টপলাইন গ্রোথে প্রতিফলিত হয়েছে এই ফলাফলের প্রধান কারণ। আগের বছরের দুই ত্রৈমাসিকে এশিয়ান গ্রানিটোর টাইলস ডিভিশন যথেষ্ট মজবুত হয়েছে, যার কারণ দেশীয় বাজারে ও রফতানি বাজারে চাহিদার বৃদ্ধি।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *